আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || নিরাপত্তাজনিত কারণে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন থেকে বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সহকারী হাই কমিশন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
এদিন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশ সহকারি হাই কমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কন্স্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।