আগরতলা, ২৬ মে ।। এক বছরে কেন্দ্রীয় সরকারের সাফল্য দেশজুড়ে প্রচারের ব্যপক কর্মসূচী হাতে নিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন দল। রাষ্ট্র পরিচালনায় মোদী সরকারের গৃহীত সিদ্ধান্তে অর্থনীতির পুনরুজ্জিবন, GDP বৃদ্ধির প্রবনতা, জনধন থেকে ১২ টাকার বীমা, সবই তুলে ধরা হয়েছে প্রচারে। দেশ জুড়ে মোদী সরকারের বর্ষপূর্ত্তির প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রীর ছবি সন্মিলিত প্রচারের গাড়ী যেমন দেখা গেছে রাজধানীর বিশেষ বিশেষ সড়ক পরিক্রমা করতে তেমনি দেখা গেছে রাজ্যের তথা জাতীয়স্তরের বিভিন্ন সংবাদ মাধ্যমে বর্ষপূর্ত্তির প্রচার করে। গোটা দেশের সঙ্গে রাজ্যেও বিজেপি’র পক্ষ থেকে এক বছরে কেন্দ্রীয় সরকারের বর্ষপূর্ত্তিতে এক জনসভায় করা হয়। জনসভায় কল্যাণ স্কিম চালু এবং গত এক বছরে মোদি সরকার দ্বারা বাস্তবায়িত সম্পর্কে সচেতন করা হয়। উক্ত সভায় রাজ্য বিজেপি’র নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন।