আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ডিসেম্বর || ৬ই ডিসেম্বর ভারতের সংবিধান রচয়িতা ডঃ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবস। এই উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ডঃ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ৬৯’তম প্রয়াণ দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, এস সি চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা।