দেবজিত চক্রবর্তী , আগরতলা, ২৬ মে ।। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মদিবস উপলক্ষ্যে সরকারী – বেসরকারী স্তরে শ্রদ্ধার্ঘ্য অর্পণের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় গোটা রাজ্যে। নজরুলের অবিনশ্বর সৃষ্টি ধারায় তাঁকে জন্মদিবসে ফুল মালায় সন্মান শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সম্প্রীতির সেই গান ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম’ আর মানুষ হয়ে অধিকার আদায়ে ‘বল বীর, চির উন্নত মম শির’ ধ্বনিত হয়েছে গোটা রাজ্যে কাজী নজরুলের ১১৭ তম জন্মদিবসে।
মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্রোহী কবি’র জন্মজয়ন্তী পালন করা হয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহ, বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ডঃ কে রাজেশ্বর রাও, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীগণ ও শিক্ষক শিক্ষিকাগণ।