আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ডিসেম্বর || ৬ই ডিসেম্বর ভারতের সংবিধান রচয়িতা ডঃ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবস। এই উপলক্ষে শুক্রবার রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগ ডঃ বি আর আম্বেদকরের ৬৯’তম তিরোধান দিবস উদযাপন করা হয়। এদিন আগরতলা উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনা রাণী সরকার সহ দপ্তরের অন্যান্যরা। এদিন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ডঃ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।