আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর || আগামী ২৫শে ডিসেম্বর প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে খয়েরপুর বিধানসভার মরিয়ম নগরস্থিত শান্তির রাণী ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম ত্রিপুরা জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্রিসমাস মেলা।
প্রতি বছরের ন্যায় এবছরও মরিয়ম নগর স্কুল প্রাঙ্গণে সমস্ত লাইন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এবং চার্চের ফাদার সহ ঐ এলাকার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী।
এদিন বিধায়ক রতন চক্রবর্তী বলেন, সর্ব ধর্ম সমন্বয়ের এই ঐতিহ্যবাহী মিলন মেলায় লক্ষাধিক জনগনের উপচে পড়া ভিড় এবং সাজসজ্জা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তাছাড়া চার্চ সংলগ্ন সমস্ত এলাকা সকলকে নিয়ে পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অতিসত্বর কাজ শুরু করার নির্দেশ দেন তিনি।