আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর || ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবকাঠামো চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথকে সামনে রেখে শনিবার আগরতলার সুকান্ত অডিটোরিয়ামে অল ইন্ডিয়া বিল্ডিং কংগ্রেসের সম্মেলন করা হয়। এদিন পি ডব্লিউ ডি (আর ডি) এবং ইউডি দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আই বি সি নতুন দিল্লি থেকে আগত কমিশনার রাজ চক্রবর্তী সহ অন্যান্যরা।