আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ডিসেম্বর || ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির ৫ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই রাজ্য সম্মেলননে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক সানিত দেবরায়, প্রণব সরকার এবং ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সুরজিৎ পাল সহ অনান্যরা।
এদিন এই সম্মেলনের ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সদর, মহকুমা এবং জেলা স্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।