আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ডিসেম্বর || খেজুর বাগানের বাসিন্দা আয়েশা খাতুনের ঘর থেকে চুরের দল আজ থেকে মাস দুয়েক আগে চুরি করে নিয়ে যায় স্বর্ণালংকার। তারপর আগরতলা নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় অভিযোগ করলেন আয়েশা খাতুন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিকে আটক করেন এবং তাদের জেলে প্রদান করা হয়। রবিবার এই স্বর্ণালংকার গুলা উপযুক্ত মালিক আয়েশা খাতুনের হাতে তুলে দিলেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। এদিন অভিযোগকারী আয়েশা খাতুন স্বর্ণালংকার পেয়ে খুবই খুশি বলে জানান সাংবাদিকদের।