বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ ডিসেম্বর || শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাইক ও বাইসাইকেলের সংঘর্ষে আহত হয় দুই জন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সন্ধ্যায় শান্তিরবাজার নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় টি আর ০৮ এফ ৭২৬১ নাম্বারের বাইক চালক বিরোজিত রিয়াং (২৬) অয়ন দেবনাথ নামে এক সাইকেল চালককে সজোরে ধাক্কা দেয়। এতে করে বাইক চালক বাইক থেকে ও বাইসাইকেল চালক সাইকেল থেকে ছিটকে পরে গিয়ে আহত হয়। দু্র্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ে মহকুমার উন্নয়নমূলক কাজের আলোচনা শেষে ঘরে ফেরার পথে তিনি এই দুর্ঘটনা দেখতে পান। দুর্ঘটনা দেখে উনার উদার মানসিকতার পরিচয় দেন। সত্যব্রত সাহা নিজের গাড়ীতে থাকা লোকজনদের নামিয়ে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজ গাড়ী করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে সত্যব্রত সাহা জানান, সকলে যেন দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্থ লোকজনদের চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যের হাত বাড়িয়ে দেন।