সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ ডিসেম্বর || গন্ডাছড়া মহকুমা সদর এলাকায় চুরিকান্ড অব্যাহত রয়েছে। ৭২ ঘন্টার মধ্যে নারায়ণপুর এবং ষাটকার্ড এলাকায় সংগঠিত চুরিকাণ্ডের পর সোমবার সাতসন্ধ্যায় গন্ডাছড়া মহকুমা সদর এলাকার দুর্গাপুর গ্রামে এক বাড়িতে দুঃসাহসিক চুরিকান্ড সংগঠিত করলো চোরের দল। ঘরের তালা এবং সোকেজের তালা ভেঙে চোরের দল হাতিয়ে নিলো বহু টাকা সহ অন্যান্য সামগ্রী।
ঘটনার বিবরণে জানা যায়, গন্ডাছড়া মহকুমা সদর সংলগ্ন দুর্গাপুরের বাসিন্দা শংকর পোদ্দার। তিনি চাকুরী সূত্রে উদয়পুরে থাকেন। শঙ্কর বাবুর ভাই কিংকর পোদ্দার দুর্গাপুরের এই বাড়িতে বসবাস করেন। সোমবার কিংকর পোদ্দার সহ তার পরিবারের লোকজন মহকুমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। কিংকরবাবু সহ তার পরিজনদের অনুপস্থিতির সুযোগে সোমবার কোন এক সময়ে কিংকরের বাড়িতে হানা দেয় চোরের দল। চোর বাড়িতে প্রবেশ করেই সামনের দরজার কড়া ভেঙে ঘরে প্রবেশ করে সোকেজের তালা ভেঙে ফেলে এবং সোকেজে থাকা বহু টাকা লুটে নেয়। শুধু তাই নয় ভগবানকেও ছাড়েনি চোরের দল। ঠাকুর ঘরের দরজা ভেঙে বাসনপত্র হাতিয়ে নেয় চোরের দল। সাতটা নাগাদ বাড়িতে গিয়ে চক্ষু চড়কগাছ কিংকর বাবুর। উনার চিৎকারে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, টিএসআর সহ পুলিশ আফিসার। প্রাথমিক তদন্ত শেষ করে ফিরে যান পুলিশবাবুরা। কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে কতদিন চলবে। কিভাবে বাঁচবে সাধারণ মানুষ।