দেবজিত চক্রবর্তী , আগরতলা, ২৭ মে ।। এক ভোট শেষ হওয়ার রেশ এখনো কাটেনি ত্রিপুরার, এর মধ্যেই আরো এক ভোটের দামামা বেজে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ত্রিপুরার ৪৬ সুরমা এবং ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে ভোট ২৭শে জুন। নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। দুই কেন্দ্রেই বহুমুখী লড়াই হতে যাচ্ছে। ৩রা জুন ভোটের বিজ্ঞপ্তি জারী করবে নির্বাচন কমিশন। একই দিনে মনোনয়ন পত্র জমার কাজ শুরু হবে চলবে ১০ই জুন পর্যন্ত, মনোনয়ন পত্র পরীক্ষার দিন ধার্য্য হয়েছে ১১ই জুন। ১৩ই জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ২৭শে জুন রাজ্য বিধানসভার শূন্য আসনের উপ-নির্বাচন, নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে ৩০শে জুন। CPI(M) সদর দপ্তরে বামফ্রন্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃহস্পতিবার বামফ্রন্ট প্রার্থী রামু দাশ এবং অঞ্জন দাশ দু’জনের নাম ঘোষণা করা হয়েছে।