আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্ট হরফের দাবিতে বুধবার তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে এক ডেপুটেশন করা হয়। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদের সভাপতি ধনঞ্জয় গন চৌধুরীর কাছে ডেপুটেশন প্রদান করে তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্বরা।