আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || আজ গীতা জয়ন্তী। আজকের দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। আজকের দিনটি হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ ধর্মীয় তাৎপর্যের মাধ্যমে পালন করে থাকে। আগরতলার ইসকন মন্দিরে বুধবার এই পবিত্র দিনে গীতা মহাযজ্ঞের আয়োজন করা হয়। আজকের এই দিনটিতে ইসকন মন্দিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।