বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ ডিসেম্বর || ত্রিপুরা রাজ্যে এই প্রথমবারের মতো শান্তিরবাজারে বার্জার প্রিন্ট এর শোরুমের শুভ সূচনা করা হয়। শুক্রবার খোয়াই এবং ধর্মনগরে অপর দুইটি শোরুমের শুভ সূচনা করা হবে। শান্তিরবাজার মহকুমাবাসীর সুবিধার্থে এই শোরুমের সূচনা করা হয়। এই শোরুম থেকে লোকজনেরা নিজেদের পরিবারের লোকজনদের নিয়ে গিয়ে নিজ পছন্দ মতো স্বপ্নের ঘর সাজাতে পারবে। অভিজ্ঞ লোকজনদের দিয়ে রং করার কাজে লোকজনদের প্রশিক্ষন প্রদান করা হবে। এতে করে সকলে নিজেদের পছন্দমতো ঘর রং করাতে পারবে।
বৃহস্পতিবার শান্তিরবাজারে নবনির্মিত এই শোরুমের আনুষ্ঠানিক ভাবে শুভসূচনা করলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার প্রিন্ট এর ডেপুটি সেইলস ম্যানেজার আজাদ মেহেমুদ, শোরুম এর কর্নধার শ্রীবাস দেব ও এলাকার বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক। শান্তিরবাজারে রং এর নতুন শোরুম উদ্ভোধন হওয়াতে সকলে খুবই আনন্দিত।
