বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ ডিসেম্বর || ফায়ার সার্ভিসের এম্বুলেন্সে টানা হচ্ছে জলের ড্রাম। বৃহস্পতিবার শান্তিরবাজার শহরে বি এস এন এল অফিস সংলগ্ন এলাকায় একটি দোকান থেকে জলের ড্রাম ফায়ার সার্ভিসের এম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখা গেলো। রাজ্য সরকার লোকজনকে সঠিক ভাবে পরিষেবা প্রদান করতে প্রতিটি অগ্নি নির্বাপক দপ্তরে একটি করে এম্বুলেন্স প্রদান করেন। এই এম্বুলেন্সকে নিজেদের কাজে ব্যবহার করতে দেখা যায়। জানা যায়, এই এম্বুলেন্সটি জোলাইবাড়ী অগ্নি নির্বাপক দপ্তরের। দপ্তরের কর্মীরা জলের ড্রাম বহন করার জন্য এই এম্বুলেন্সটি নিয়ে আসে। এম্বুলেন্সে এইভাবে জলের ড্রাম পরিবহন করাকে কেন্দ্র করে সকলের মধ্যে কৌতুহল এবং দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন জাগে। এই বিষয়ে জোলাইবাড়ী অগ্নি নির্বাপক দপ্তরের ইনচার্জের নিকট জানতে চাইলে তিনি জানান, দপ্তরের কাজের জন্য জলের ড্রাম নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এইভাবে এম্বুলেন্স অন্যান্য কাজে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন করলে তিনি কোনোপ্রকার সৎ উত্তর দিতে পারেননি।