খেলাধুলা ডেস্ক ।। ভারতীয় ক্রিকেট দলের কোচ কে হবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। ঠিক সেইসময় ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক জানিয়ে দিলেন কোহলিদের জন্য কোনও কোচের প্রয়োজন নেই। কারন এই দল তারকাখচিত। এই ভারতীয় দলের জন্য প্রয়োজন একজন দক্ষ ম্যানেজারের। সে টিম ডিরেক্টর হতে পারেন বা হাইপারফরম্যান্স ম্যানেজার হতে পারেন। বিসিসিআই ইতিমধ্যেই কোচের পদে অ্যান্ডি ফ্লাওয়ার, টম মুডি ও গ্যারি কার্স্টেনের সঙ্গে কথা বলেছে। পাশাপাশি টিম ডিরেক্টর পদে জোর লড়াই চলছে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও রবি শাস্ত্রীর মধ্যে। কপিল কিন্তু মনে করছেন এসবের কোনও প্রয়োজন নেই। কপিলদেব মনে করেন বিসিসিআই-এর উচিত একটা দলে এতজন তারকাকে যুক্ত না করে। তাতে আখেড়ে ভালর থেকে খারাপ হবে দলের।