নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ী, ২৮ মে ।। একটা সময় ছিল যখন বলা হতো আলালের ঘরের সন্তান সন্ততিরা নেশা করে আয়াস করে থাকে। এই মুহূর্তেই এই রাজ্যের সর্বত্র যে হারে নেশার সাম্রাজ্যের বিস্তৃতি হচ্ছে তাতে তরুন প্রজন্ম, কিশোর কিশোরী, স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে দিন আনি দিন খাই মানুষের ঘরেও নেশা নামক বিভীষিকার সদর্প উপস্থিতি, তীর, জুয়া রমরমিয়ে বানিজ্য প্রসারিত করছে। মদ, কোরেক্স, ফেন্সিডিল, নেশার ট্যাবলেট রমরমা বিক্রিতে তিতিবিরিক্ত অভিভাবক সহ এলাকার যুবসমাজ। গোটা রাজ্যকে চূড়ান্ত অবশয়ের দিকে ঠেলে দিতে এক শ্রেনীর লুটেরাচক্র কামাই পরতে গিয়ে চরম সর্বনাশ করে দিচ্ছে সামাজিক সভ্যতার।
শুক্রবার, ফের নেশা সামগ্রী আটক হল চুড়াইবাড়ী থানাবাবুদের তৎপরতায়। দিন দুপুরে আসামের বাজারিছড়া থেকে AS10C 2840 নম্বরের ম্যাজিক গাড়ী বোঝাই আসামের তৈরী মদ কদমতলার উদ্দ্যেশে আসছিল। গাড়িটিতে বিভিন্ন ব্রেন্ডের প্রচুর বিদেশী মদ ছিল। গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজদ্বীপ দেবের গাড়িটি পাকরাও করে চুড়াইবাড়ী থানায় নিয়ে আসে। বর্তমানে গাড়ির চালক ফারন্য সূত্রধর (৩৬) এবং নেশা সামগ্রীর মালিক অম্রিত পাল (৩৪) কে আটক করে থানায় রাখা হয়েছে। দু’জনের বাড়িই আসামের বাজারিছড়ায়। জানাগেছে নেশা সামগ্রী গুলির বাজার মূল্য প্রায় ৪ লক্ষাধীক টাকা।