তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। সখের মোবাইলটি চুরি হলে মনটাই খারাপ হয়ে যায়। মহাটেনশনে থাকেন হারিয়ে যাওয়া মোবাইটির কর্নধার। কীভাবে মোবাইলটি আবার ফিরে পাওয়া যাবে এ নিয়ে সহপাঠীদের কাছে জানতে চান। মোবাইল সেটটি চুরি বা হারিয়ে গেলে সেটি ফিরে পাওয়ার জন্য রয়েছে একটি এ্যাপস্। এ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হবে তা জেনে নিন।
তবে অনেক ধরনের এ্যাপস্ রয়েছে। তবে এবারের এ্যাপসটি একটু ভিন্ন প্রকৃতির। অনলাইনে এ ধরনের একটি এ্যাপস পাওয়া গেছে।
প্রথমে গুগল প্লেস্টোর হতে এ্যাপসটি ডাউন লোড করতে নিচের লিংকে ক্লিক করুন:
play.google.com
এখন ইনস্টল করুন। এখন আপনার পাসওয়ার্ড টাইপ করে Ok বাটন চাপুন। তবে দুটি বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনার দেয়া পাসওয়ার্ড পুনরায় টাইপ করে Ok বাটন চাপুন। এবার Deactive-এ ক্লিক করুন।
প্রথম বক্সটিতে আপনার ফোন নাম্বার টাইপ করুন ও দ্বিতীয় বক্সটিতে আপনার নাম্বারে কি লিখে ম্যাসেজ আসবে তাই টাইপ করুন। তারপর Save বাটন চাপুন।
এখন পুনরায় Deactive-এ ক্লিক করুন এবং Ok বাটন চাপুন। (ডুয়েল সিম মোবাইলের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে)
এরপর দেখবেন Deactive-এর জায়গায় Active লেখা এসেছে। এখন কেউ যদি আপনার ফোন চুরি করে নিয়ে আপনার ফোন সেটে তার সীমটা লাগিয়ে ফোন করে তাহলে সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে তার নাম্বার হতে একটি এসএমএস আসবে।
সেট হারানোর পর দেরি না করে অন্য কোনো নম্বর থেকে আপনার নম্বরে ফোন করুন। মোবাইল অপারেটরের হেল্পলাইনে ফোন করুন। সমস্যার কথা জানিয়ে মোবাইল সংযোগ সাময়িক বন্ধের অনুরোধ করুন।
এরপর থানায় জিডি (সাধারণ ডায়েরি) করুন। চুরি হওয়া সেটটির অপব্যবহার থেকে যাতে মুক্ত থাকা যায়। জিডি করলে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী আইএমইআই নম্বর দিয়ে ট্র্যাক করেও সেটটি উদ্ধার করে দিতে পারে।
সেটটি উদ্ধারে জিডি করতে হলে জিডির এক কপিসহ র্যাবে অভিযোগ করুন। জিডির কপিতে উল্লিখিত পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তার মাধ্যমে ডিবির ট্র্যাকিং টিমের সাহায্য নিন।
জিডিতে অন্যান্য বিবরণের সঙ্গে সেটের আইএমইআই নম্বর অবশ্যই উল্লেখ করবেন। *#০৬# ডায়াল করলেই সেটের আইএমইআই নম্বর জানা যাবে। চটজলদি সহায়তা পেতে কাজে দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অ্যাপ ও সাইট-dmp.gov.bd/application/index/page/mobile-application www.dmp.gov.bd
আর যা করবেন :
ফেইসবুক বা অন্য কোনোভাবে সেট হারানোর ব্যাপারে পরিচিতদের জানাতে পারেন। দেখা গেল, ওই সময়টাতে কেউ জরুরি এসএমএস দিল কিংবা কল করে পেল না। যদি তারা জানে, সেটটি আপনার সঙ্গে নেই তাহলে ফিরতি কল বা এসএমএসের জন্য অপেক্ষা না করে বিকল্প উপায়ে আপনার সঙ্গে যোগাযোগ করবে।
অনেকে মোবাইলে ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা অনলাইন অ্যাকাউন্টের পিন/পাসওয়ার্ড টুকে রাখেন। যদি এ ক্ষেত্রে আশঙ্কা থাকে তাহলে যত তাড়াতাড়ি পারেন পরিবর্তন করে নিন। নিজেই ট্র্যাক করুন!
এনড্রয়েড চালিত স্মার্টফোনের সেটিংসের ‘সিকিউরিটিদতে গেলেই পেয়ে যাবেন অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজার’। হারিয়ে যাওয়া মোবাইলটি নেটওয়ার্কে আসামাত্রই জায়গা শনাক্ত করা যাবে। শুধু তা-ই নয়, অনলাইনে দূর থেকেই ওই সেটটি লক করা যাবে।
সেটের গোপন তথ্যও মুছে ফেলা যাবে। তবে এর জন্য সেট হারানোর আগেই সেটিংস ঠিক করে নিতে হবে। সেটের সিকিউরিটি অপশনে গিয়ে ডিভাইস এডমিনিস্ট্রেটরস থেকে এনড্রয়েড ডিভাইস ম্যানেজার চালু করতে হবে। এরপর কয়েক ধাপে এগোতে হবে।
android.com/devicemanager লিংকে ক্লিক দিয়ে জিমেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিন। এরপর দরকারি নির্দেশনা দেখুন। মোবাইল সেটের Android Device Manager-এ গিয়ে Locate this device remotely I Allow remote lock and data factory reset অপশন চালু করুন। সবশেষে সেট বন্ধ করে চালু করুন। সুবিধাটি চালু হয়ে যাবে।
এভাবেই আপনি সহজেই পেয়ে যাবেন চোরের নাম্বার। এখন ইচ্ছে করলে পুলিশের মাধ্যমে আপনি তার গতিবিধি বের করে তাকে ধরেও ফেলতে পারেন।