ভূমিকম্পে কাঁপল জাপান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮

japanআন্তর্জাতিক ডেস্ক ।। ফের ভূমিকম্পে কাঁপল জাপান। রাজধানী টোকিওসহ দেশের অন্যান্য বড় শহরেও কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। তবে সুনামির সতর্কতা জারি হয়নি। কম্পন অনুভূত হয়েছে দিল্লিতেও।
দু’দিন বাদেই ফের ভূমিকম্প আসতে চলেছে এমনটাই ভবিষ্যদ্বাণী ছিল। সেই সম্ভাবনা সত্যি করে কেঁপে উঠল টোকিও, ক্যালিফোর্নিয়া, নিউজিল্যান্ড এবং দিল্লি। টোকিওতে রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৭.৮, ক্যালিফোর্নিয়া এবং নিউজিল্যান্ডে ছিল ৫.৫।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সূত্রে খবর, জাপানের ভূমিকম্পের কেন্দ্র ছিল বোনিন দ্বীপের ৬৭৭ কিলোমিটার নিচে। এই দ্বীপের সব থেকে কাছের দ্বীপ হলো চিচি-শিমা।
ভূ-বিদদের মত, ফের যদি বড় কম্পন হয়, তবে প্রায় ২ হাজার অধিবাসীসহ গোটা দ্বীপটাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। জাপানের আবহাওয়া দপ্তরের তরফ থেকে যদিও সুনামির সতর্কতা জারি করা হয়নি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টোকিও’র সব ভূগর্ভস্থ ট্রেন এবং যানবাহনপথ বন্ধ রাখা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*