খুলে ফেলা হবে লাখ লাখ ‘প্রেম তালা’

lookআন্তর্জাতিক ডেস্ক ।। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সেতুর রেলিং-এ প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে যেসব লাখ লাখ তালা ঝুলিয়েছিল, কর্তৃপক্ষ সেগুলো খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে
সাইন নদীর উপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘প্রেম তালা’ লাগিয়ে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে।
প্যারিস বিশ্বব্যাপী ‘প্রেমের রাজধানী’ হিসেবে পরিচিত। কিন্তু রেলিং-এ লাগানো এই লাখ লাখ তালার ওজনের চাপে সেতুর একটি অংশ গত বছর দেবে যায়। নগর কর্তৃপক্ষ বলেছে, তালাগুলো নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সেজন্য সোমবার থেকে সেগুলো সরিয়ে নেয়া হবে।
কর্মকর্তারা অনুমান করছেন প্রায় দশ লাখ তালা, যাদের মোট ওজন ৪৫ টনের মত, খুলো ফেলা হবে।
প্যারিসের বিখ্যাত নতরে ডেম গির্জার কাছে আরেকটি সেতু থেকেও হাজার হাজার তালা সরিয়ে নেয়া হবে।
প্যারিসের ডেপুটি মেয়র বলেন, ‘প্রেমিক-প্রেমিকরা যাতে তাদের ভালবাসা অন্য ভাবে প্রকাশ করতে পারে সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। আমরা প্যারিসকে প্রেমের বিশ্ব রাজধানী হিসেবেই রাখতে চাই।’
গত বছর কর্তৃপক্ষ প্রেমিকদের সেতুতে তালা না লাগিয়ে ‘সেলফি’ তুলতে আগ্রহী করার চেষ্টা করেছিল, কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হয়।
দুইশ’ বছরের পুরোনো ‘পঁ দে আর্টস’ সেতুর রেলিং-এ প্রথমে বিভিন্ন চিত্রকর্ম দিয়ে ঢেকে রাখা হবে। পরে সেখানে স্থায়ী প্যানেল বসানো হবে।
সূত্র: বিবিসি বাংলা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*