সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ জানুয়ারি || আসছে এডিসি ভিলেজের নির্বাচন। খোলস ছেড়ে বেরিয়ে আসছে প্রতিটি রাজনৈতিক দল। বিজেপি, কংগ্রেস, তিপ্রা মথা, আইপিএফটি এবং সিপিআই(এম) দল। বিভিন্ন ইস্যু নিয়ে প্রায় প্রতিদিন পথে নামছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সহ কর্মীরা। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ৪৪নং রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের আম জনতার স্বার্থে বৃহস্পতিবার পথে নামলো সিপিআই(এম) দলের অঙ্গ সংগঠন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। ১৪ দফা দাবী আদায়ের লক্ষে বৃহস্পতিবার গণ র্যালী করে মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন দিল ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ -গন্ডাছড়া বিভাগীয় কমিটির নেতৃত্ব এবং কর্মীরা।
বৃহস্পতিবার দুপুর নাগাদ গন্ডাছড়া মহকুমা সদরের সিপিআই(এম)’র কার্যালয় থেকে নেতৃত্ব এবং কর্মীদের একটি বিশাল মিছিল বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে গন্ডাছড়া মহকুমা শাসকের অফিসে উপস্থিত হয়। মিছিলে নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই(এম) গন্ডাছড়া বিভাগীয় কমিটির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, প্রাক্তন বিধায়ক ললিতমোহন ত্রিপরা, শৈলেস দাস প্রাক্তন সি ইএম রাধাচরণ দেব্বর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।সেখান থেকে বিভাগীয় ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের নেতৃত্ব সুমতিরঞ্জন চাকমা এবং নারী নেতৃ দশরানী ত্রিপুরার নেতৃত্বে সাত জনের এক প্রতিনিধি দল গন্ডাছড়ার ভারপ্রাপ্ত মহকুমা শাসক ডিসিএম দিলীপ দেব্বর্মার সঙ্গে স্বাক্ষাৎ করেন এবং সার্বিক বিষয়ে মোট ১৪ দফা দাবী সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেন। চৌদ্দটি দাবী নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। প্রতিটি দাবিই যুক্তিযুক্ত বলে নিজের প্রতিক্রিয়ায় ব্যাক্ত করেন ভারপ্রাপ্ত মহকুমা শাসক দিলীপ দেববর্মা। ডেপুটেশন শেষে প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে ১৪ দফা দাবির পক্ষে বিস্তারিত আলোচনায় মিলিত হন।