সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ জানুয়ারি || গন্ডাছড়া মহকুমা সদরে যান সন্ত্রাস, যান জ্যাম এর কারণে তিতিবিরক্ত সাধারণ মানুষজন সহ পথ চলতি লোকজন। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন মহকুমার সাধারণ মানুষ। গন্ডাছড়া মহকুমায় প্রায় প্রতিদিনই যান দুর্ঘটনা ঘটেই চলছে। বেখবর মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। তাঁদের গাফিলতির ফলেই দিনের পর দিন যান সন্ত্রাস বেড়েই চলেছে। অকালে প্রাণ হারাচ্ছে বহু মানুষ। তবু কাক ঘুমে বিভোর গন্ডাছড়া থানার পুলিশ। বৃহস্পতিবার আরো একটি দুর্ঘটনা ঘটলো মহকুমার নারায়পুরে। জানা গিয়েছে পাঁচজন যাত্রীকে নিয়ে একটি অটো গন্ডাছড়া বাজার থেকে রওয়ানা হয়। এমন সময় একটি নম্বর বিহীন বাইক দ্রুতগতিতে অটোটিকে সজোরে ধাক্কা দেয় এতে অটোতে থাকা পাঁচ যাত্রীই আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পাঁচ জনকেই আমেন গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। আহত পাঁচ জনকে হাসপাতালে আনলেও গন্ডাছড়া মহকুমার থানারাইপাড়ার বাসিন্দা বছর ছাব্বিশের অনিকা রিয়াং গুরতরভাবে আহত হয়েছেন।