নিগো বাণিজ্যর বিরুদ্ধে সরব হতেই সমাজদ্রোহিরা আগুনে পুড়িয়ে ছাই করে দেয় কন্ট্রাক্টর এসোসিয়েশনের অফিস গৃহটি

সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ জানুয়ারি || নিগো বাণিজ্যকে কেন্দ্র করে গন্ডাছড়ায় চলছে তুমুল অন্তর্তদন্ত। এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে কে বা কাহারা নিগো বাণিজ্যর বিরোধী মহকুমার কন্ট্রাক্টর এসোসিয়েশনের অফিস গৃহটি আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ভশ্মীভূত করে দেয়। ক্ষতি হয় প্রায় আট লক্ষ টাকা। এসোসিয়েশনের কর্মকর্তাদের অভিযোগ, নিগো বাণিজ্যর বিরুদ্ধে সরব হতেই সম্পূর্ণ পরিকল্পিতভাবে গন্ডাছড়া মহকুমা সদরের কন্ট্রাক্টর এসোসিয়েশনের অফিস গৃহটি সমাজদ্রোহিরা আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। সুনির্দিষ্ট তথ্য জানিয়ে গন্ডাছড়া মহকুমা থানায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে রয়েছে পুলিশ। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত বছরের ১৫ই সেপ্টেম্বর গন্ডাছড়া মহকুমার বৃহত্তর অংশের ঠিকাদাররা ঐক্যবদ্ধ হয়ে অন্যান্য মহকুমার ন্যায় গন্ডাছড়া কন্ট্রাক্টর এসোসিয়েশন নামে নিগো বাণিজ্য বিরোধী একটি সংগঠনের জন্ম দেয়। উক্ত সংগঠনটি আত্মপ্রকাশের পরই গোটা মহকুমায় নিগো বাণিজ্য একেবারেই বন্ধ হয়ে পড়ে। এরমধ্যে কন্ট্রাক্টর এসোসিয়েশনের পক্ষ থেকে মহকুমা থানা সংলগ্ন গন্ডাছড়া কৃষি মহকুমা অফিসের পাশে একটি ঘর ভাড়ায় নিয়ে অফিস তৈরী করছিলেন। আগামী কিছুদিনের মধ্যে ওই অফিসটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল। বিভিন্নভাবে অফিসটি সাজানো গোছানোর পর বৃহস্পতিবার গভীর রাতে কে বা কাহারা আগুন ধরিয়ে ওই অফিসটি সম্পূর্ণভাবে ভশ্মীভূত করে দেয়। সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌছায় দমকল কর্মীরা এবং আগুন আয়ত্তে আনে। সঠিক সময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে না আসলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো কারণ পাশেই ছিল কৃষি মহকুমা অফিস, পাশেই রয়েছে পূর্ত এবং আর ডি দপ্তরের ডিভিশন্যাল অফিস। সঠিক সময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সংশ্লিষ্ট গোটা এলাকা। শুক্রবার সকালে আগুনে পুড়ে ছারখার হওয়া অফিস গৃহটি পরিদর্শন শেষে গন্ডাছড়া মহকুমা থানায় একটি সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করেন এসোসিয়েশনের কর্মকর্তারা। বর্তমানে তদন্তে রয়েছে গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*