আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || খোয়াইয়ের গৌরনগর থেকে উদ্ধার হওয়া জনৈক বাংলাদেশী নাগরিকের মৃতদেহ খোয়াই থানার পুলিশ বাংলাদেশের পুলিশের হাতে হস্তান্তর করলো খোয়াই পুরান বাজার আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে খোয়াই থানাধীন গৌরনগর পঞ্চায়েতের অফিস সংলগ্ন একটি দোকান ঘরের বারান্দায় একটি অজ্ঞাত পরিচয় পুরুষ লোকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। এরমধ্যে সামাজিক গণমাধ্যমে মৃতদেহের ছবি দেখে এটি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের জনৈক জহুর আলীর (৫৫) মৃতদেহ বলে সেখানকার স্থানীয় মানুষ সনাক্ত করে। বিএসএফ ও খোয়াই থানার পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ ও চুনারুঘাট থানার পুলিশের সাথে যোগাযোগ করে মৃতদেহ ফেরত নিয়ে যাওয়ার জন্য বলে। এদিকে খোয়াই জেলা হাসপাতালের মর্গে মৃতদেহ তদন্তের শেষে বিএসএফ ও খোয়াই থানার পুশিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ ও চুনারুঘাট থানার পুলিশের প্রশাসনিক কাজকর্ম শেষে মৃতদেহ খোয়াই পুরান বাজার আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কফিনবন্দি মৃতদেহ তুলে দিল পুলিশ।