ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন, ২০০ জন সহকারী অধ্যাপক নিয়োগ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || শুক্রবার থেকে শুরু হয় ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। এদিন অধিবেশনের শুরুতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এর প্রয়াণে স্মৃতিচারন করে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শোক প্রস্তাব পাঠ করার পর বিধানসভার সদস্যগণ দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান।
এদিন ত্রিপুরা বিধানসভায় রাজ্যপাল ইন্দ্রোসেনা রেড্ডি নাল্লু ভাষণ রাখতে গিয়ে বলেন, উন্নয়নের পথে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে নিয়ে চলার নীতিই হল ‘সবকা সাথে সবক বিকাশ’।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বকেন, বিভিন্ন কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এজন্য রাজ্যের কালেজগুলিতে অধ্যাপকের স্বল্পতা নিরসনের জন্য রাজ্য সরকার ২০০ জন সহকারী অধ্যাপক, ১২ জন পার্টটাইম শিক্ষক নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এছাড়া আরও ২০১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে (TPSC) প্রস্তাব পাঠানো হয়েছে।
এদিন ত্রিপুরা বিধানসভায় শীতকালীন অধিবেশনের মেয়াদ বৃদ্ধির দাবিতে হৈচৈ করেছেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়। তাদের অভিযোগ, সময়ের অভাবে জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য সময় পাওয়া যায়না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*