রাজ্যের বিভিন্ন স্থানে এক যোগে ই.ডি’র হানা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || শুক্রবার ই.ডি’র আধিকারিকরা এক যোগে রাজ্যের বিভিন্ন স্থানে হানা দেয়। জানা যায়, বক্সনগর উত্তর কলমচৌড়া এলাকার বাসিন্দা অপু রঞ্জন দাসের বাড়িতে শুক্রবার সকাল ৬টায় হানা দেয় ই.ডি। ই.ডি আধিকারিকদের তল্লাশি অভিযানে উদ্ধার হয় প্রচুর সম্পত্তির নথি পত্র, নগদ অর্থ সহ প্রচুর স্বর্ণালংকার। ই.ডি-র হানার আগাম খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় অপু রঞ্জন দাস। এই অপু রঞ্জন দাস নেশা বাণিজ্যের সাথে যুক্ত বলে খবর।
অপরদিকে বিশালগড়ের আমবাগান এলাকার প্রভাবশালী ব্যক্তি তাপস দেবনাথের বাড়িতেও হানা দেয় ই.ডি-র আধিকারিকরা।
অপরদিকে এদিন রাজ্য পুলিশের এ.এস.আই ধ্রুব মজুমদারের বাড়িতেও হানা দেয় ই.ডি আধিকারিকরা। ধ্রুব মজুমদারের শ্বশুর বাড়িতেও হানা দেয় ই.ডি। ধ্রুব মজুমদারের শ্বশুর অমল বৈদ্য প্রাক্তন পুলিশ কর্মী। উদয়পুরের পুলিশ লাইন এলাকায় অমল বৈদ্য-র বাড়িতে তল্লাসি চালায় ই.ডি-র আধিকারিকরা।
এছাড়াও এইদিন ই.ডি-র আধিকারিকরা দেবব্রত দে, বিশু ত্রিপুরা, কামিনী দেববর্মা ও লিটন সাহার বাড়ি সহ আরও একাধিক স্থানে হানা দেয়।
এদিন ই.ডি’র আধিকারিকদের সাথে নিরাপত্তার দায়িত্বে ছিল আড়াই শতাধিক সিআরপিএফ। রাজ্য পুলিশকে এদিন অভিযানে রাখা হয় নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*