সুব্রত দাস, গন্ডাছড়া, ১১ জানুয়ারি || ত্রিপুরা প্রদেশ বিজেপি সংগঠনের নির্দেশ অনুযায়ী ৪৪নং রাইমাভ্যালি মন্ডল কমিটির উদ্যোগে শনিবার গন্ডাছড়া মহকুমার পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় ৭৫’তম সংবিধান গৌরব অভিযান এবং একদিনের দলীয় কর্মশালা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ নেতৃত্ব বিপিন দেববর্মা, সংশ্লিষ্ট সংগঠনের ধলাই জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা, এমডিসি জনপ্রিয় ভূমিকানন্দ রিয়াং, রাজ্য মহিলা নেতৃ সতীরানী সানোয়াল এবং মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের সব কয়টি বুথ থেকে বুথ সভাপতি সহ সকল অংশের কর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবারের ওই অনুষ্ঠানে উপস্থিত উদ্বোধক বিপিন দেববর্মা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পবিত্র সংবিধানের প্রনেতা বি আর আম্বেদকর সহ অন্যান্য প্রতিকৃতিতে মাল্যদান করেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ অন্যান্য অতিথিরা। স্বাগত ভাষণ রাখেন মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন মঞ্চে উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান শেষে প্রতিটি বুথের সভাপতিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকা তুলে দেন মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা।