বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ জানুয়ারি || শ্রমিকদের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ভারতীয় জনতা মজদুর সংঘ। এরইমধ্যে দক্ষিন জেলায় নবনিযুক্ত বিজেপি’র মন্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদানে কলসীরমুখ এলাকায় ভারতীয় জনতা মজদুর সংঘের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি সুজিত দত্ত, ৩৬-শান্তিরবাজার বিজেপি’র মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক, রাবার বোর্ড অফ ডিরেক্টর এবং মেম্বার সুনীল নমঃ, বিকাশ সেন, ভারতীয় জনতা মজদুর সংঘ প্রদেশ সভাপতি বাপন দত্ত, ত্রিপুরা রাবার মজদুর সংঘ প্রদেশ সভাপতি মুকুল নন্দী, রাজ্য প্রদেশ জনজাতি মোর্চার আই টি ইনচার্জ রবীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা।
আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাবার শ্রমিকের বেতন বৃদ্ধী করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তার পাশাপাশি আগামীদিনে নবনিযুক্ত মন্ডল সভাপতিদের সঙ্গে থেকে শ্রমিকদের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে যেতে পারবেন বলে আশা ব্যক্ত করেন। বক্তব্যের মাধ্যমে বক্তারা জানান, রাজ্যের সার্বিক উন্নয়নে ও লোকজনের স্বার্থে রাজ্য সরকারের পাশে থাকবে বলে জানান। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে আমন্ত্রীত অতিথি ও নবনিযুক্ত মন্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয়। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন ভারতীয় জনতা মজদুর সংঘের প্রদেশ সভাপতি বাপন দত্ত।