আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবস। এই দিনট যুব দিবস হিসেবে পালন করা হয়। রবিবার ছিল দেশের যুবশক্তির আইকন স্বামী বিবেকানন্দের ১৬৩’তম জন্মবার্ষিকী। এই যুব দিবস উপলক্ষে রবিবার রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর শিশু উদ্যানে। এদিন শিশু উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে স্বামীজীর মূর্তিতে পুষ্প নিবেদন করেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ।
এদিন যুব দিবস উপলক্ষে ১৮-সূযমনিনগর যুব মোর্চা ও মন্ডলের উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালীর আয়োজন করা হয়। এই বাইক র্যালীটি শুরু হয় আনন্দনগর স্কুল মাঠে থেকে। র্যালীটি চৌমুহনী বাজার দিয়ে শেষ হয়। এদিন এই বাইক র্যালীর সূচনা করেন বিধায়ক রামপ্রসাদ পাল। তাছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি সায়ন দাস, মন্ডল সভাপতি মান্তু দেবনাথ সহ অন্যান্যরা।
দেশের যুবশক্তির আইকন স্বামী বিবেকানন্দের ১৬৩’তম জন্মবার্ষিকীতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এদিন আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীল কমল সাহা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা।
এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।