সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারি || রবিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ তেলিয়ামুড়া থানার অন্তর্গত নেতাজি নগর মোটর স্ট্যান্ড এলাকাতে এক ভয়াবহ দূর্ঘটনা সংঘটিত হয়। এই দূর্ঘটনার পরিপ্রেক্ষিতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং অপর যুবক গুরুতর আহত অবস্থায় বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা যায়, দ্রুত গতিতে বাইক সহ নেতাজি নগর এলাকার ধ্রুব নম দাস এবং ধ্রুব দেবনাথ মোটর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক গাড়িতে ধাক্কা খেয়ে জাতীয় সড়কে ছিটকে পড়ে। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত এবং রক্তাক্ত দুই যুবককে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে জিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ধ্রুব নম দাস মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং অপর আহত যুবক ধ্রুব দেবনাথের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে।
এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে গোটা এলাকা জুড়ে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে এবং যেভাবে এই সময়ের মধ্যে উঠতি বয়সের একটা অংশের যুবক যুবতীরা প্রায় সময় বাইক স্কুটি নিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে, তা গভীর আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ TR01 D 6030 নম্বরের বাইককে নিজেদের হেফাজতে নিয়েছে বলে খবর।