সিঙ্গিছড়ায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মান ও ১৬টি মোমবাতি জ্বালিয়ে পুষ্পার্ঘ অর্পণ

গোপাল সিং, খোয়াই, ১৩ জানুয়ারি || আজ থেকে ২৩ বছর আগে, ২০০২ সালের ১৩ই জানুয়ারি ঠিক এমনই দিনে সন্ধ্যা বেলা খোয়াই বিধানসভার অন্তর্গত সিঙ্গীছড়ার ২নং বাজারে সংঘটিত হয় গণহত্যা। পৌষ সংক্রান্তির আগের দিন যখন গ্রামের ক্রেতা বিক্রেতারা বাজার করছিলেন ঠিক সেই সময় লাটা বাড়ির দিক থেকে এটিটিএফ উগ্রপন্থীরা বাজারে অতর্কিত হামলার সংগঠিত করে। এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে, এতে ১৬ জন মানুষ খুন হয়। গোটা বাজারের এই বীভৎস চিত্র আজও খোয়াইয়ের মানুষ ভুলতে পারেনি। ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর বর্তমান শাসক দল প্রতি বৎসর ১৩ই জানুয়ারি শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে। এবারও ভারতীয় জনতা পার্টি খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে সোমবার সকাল ৯টায় সিঙ্গিছড়া ২নং বাজারে শহীদদের স্মরণে অনুষ্ঠান করে। এবার প্রথম এখানে শহীদ স্মরণে একটা স্মৃতিসৌধ করা হয়। ১৬টি মোমবাতি জ্বালিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। আজকের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মন্ডল সভাপতি অনুকূল দাস, পৌরপিতা দেবাশীষ নাথ শর্মা, মন্ডল সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, সহ-সভাপতি প্রণব বিশ্বাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, বিজেপি নেতৃত্ব পরিমল দেবনাথ, বিজয় কুমার নাথ সহ আরো অন্যান্য নেতৃত্ব সহ শহীদ পরিবারের লোকজন। মন্ডলের তরফে জানানো হয়েছে যেহেতু আজ সংক্রান্তির আগের দিন তাই এবারই প্রথম এই শহীদদের স্মরণে সমাবেশ করা হবে। আগামী ১৭ই জানুয়ারি বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে সিঙ্গীছড়া ২নং বিদ্যালয়ের মাঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*