আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি || রাজধানীর কামান চৌমুহনি এলাকা থেকে এক বয়স্কর মহিলার গলা থেকে হার ছিনতাই করে নিয়েছিলেন ছিনতাইবাজরা। তারপর পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানানো হয়। এরপর পুলিশ ছিনতাইবাজকে আটক করেন এবং উদ্ধার করলেন গলার সোনার চেইনটি। সোমবার প্রকৃত মালিক শংকরী সেনের হাতে এই চেইনটি তুলে দিলেন পশ্চিম আগরতলা থানা পুলিশ।