সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারি || অন্যান্য বছরের ন্যায় এবছরও মকড় সংক্রান্তির দিনে দু’দিন ব্যাপী পৌষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় সোমবার সন্ধ্যা নাগাদ চাকমাঘাটস্থিত ব্যারেজ প্রাঙ্গনে। মেলার উদ্ভোদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা সভাধিপতি অপর্না সিংহ রায়, সহ-সভাধিপতি সত্যেন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব, মুংগিয়াকামি এবং তেলিয়ামুড়া ব্লকের বিএসি চেয়ারম্যান সুনিল দেববর্মা, খোয়াই জেলার জেলা শাসক চান্দনি চন্দ্রন, তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে তৎকালীন এম.ডি.সি হরিমোহন দেববর্মার হাত ধরে চাকমাঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে মকড় সংক্রান্তির দিনে প্রথম পৌষ মেলা শুরু হয়েছিল। জাতি উপজাতির মৈত্রী’কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই মেলা। তখনকার সময়ে রাজ্যের মকর সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হত একমাত্র ডুম্বুরে। সেই সময়ে পরিস্থিতি এবং সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই প্রাথমিক ভাবে শুরু হয়েছিল এই মেলার। সেই থেকেই প্রতি বছর বেশ সাড়া জাগিয়ে চলে দুই দিন ব্যপী এই পৌষ মেলা। সারারাত ব্যাপী জনঢল থাকে এই মেলায় প্রতিবছরই।