আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি || আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে পুলিশ সপ্তাহ প্যারেড ২০২৫। তারই অঙ্গ হিসাবে সোমবার রাজধানীর ড্রপ গেটস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ গ্রাউন্ডে চূড়ান্ত মহড়া সংঘটিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই অনুষ্ঠানে কুচকাওয়াজের সেলামি গ্রহণ করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। এরপর সুদৃশ্য প্যারেডে অংশ নেয় বিভিন্ন প্লাটুন।