বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জানুয়ারি || কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে কৃষি দপ্তর। বুধবার বগাফা ব্লকে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বগাফা ব্লকের অধীনে বিভিন্ন পঞ্চায়েত থেকে বেনিফিসারী নির্ধারন করে বিভিন্নপ্রকারের কৃষিজ সামগ্রী বিতরণ করা হয়। এদিন বৃক্ষের মধ্য জল দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্ভোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা পরিষদের সদস্য নিতিশ দেবনাথ, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক রাজীব সেন, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, বর্তমান সময়ে রাজ্য সরকার কৃষকদের উন্নয়ন স্বার্থে যেসকল কাজ করে যাচ্ছে তা বিগত দিনে দেখা যায়নি। রাজ্যে ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর কৃষকদের জন্য কৃষি সন্মাননিধি প্রকল্প চালু করেছে, কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কৃষিজ সামগ্রী দেওয়া হচ্ছে। কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করছে সরকার। এই ধরনের কর্মসূচী বিগতদিনে দেখা যায়নি। বিগত বাম আমলে কৃষকরা কৃষি কাজে অনিহা প্রকাশ করতো। বর্তমান সময়ে সকলের কৃষি কাজে আগ্রহ বেরেছে। রাজ্য সরকারের আর্থিক সহযোগীতায় প্রায় ৪৯ লক্ষ ৫৩ হাজার টাকা অর্থ ব্যায় করে কৃষকদের কৃষিজ যন্ত্রাংশ বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে ৪ টি ব্রাশ কাটার। যার জন্য ব্যায় হয়েছে ১ লক্ষ টাকা। ৭০ জন বেনিফিসারীকে বেটারি পরিচালিত স্প্রে মেশিন বিতরণ করা হয়। প্রতিটি স্প্রে মেশিন ৪ হাজার টাকা করে ক্রয় করা হয়েছে। এই অনুষ্ঠানে ৫১ জন বেনিফিসারীকে মিনি ট্রাকটার দেওয়া হয়। প্রতিটি মিনি ট্রাকটার ৭৫ হাজার টাকা করে ক্রয় করা হয়েছে। এই মিনি ট্রাকটারের মধ্যে উন্নতমানের ট্রাকটার রয়েছে ১৬টি ও নিম্ন মানের ট্রাকটার রয়েছে ৩৫টি। কৃষকরা চেয়েছিলো গ্রেইভস কোম্পানির নেপটোন মিনি ট্রাকটার। অনুষ্ঠানে মাত্র ১৬ জন ভাগ্যশালী কৃষক এই মেশিন পেয়েছে। বাকি ৩৫ জন কৃষক পেয়েছে নিম্নমানের এগ্রি মেইট কোম্পানির মিনি ট্রাকটার। সকল কৃষকদের ডিমান্ড ছিলো নেপটোন মিনি ট্রাকটারের। এই ট্রাকটার বিশেষ উন্নতমানের প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। ট্রাকটারটি দীর্ঘ সময় ধরে সল্পব্যায়ে কৃষকরা ব্যবহার করতে পারে।তাই কৃষকরা গ্রেইভস কোম্পানির ট্রাকটার পেতে চেয়েছে। সকলে কৃষকদের একটাই দাবী আগামীদিনে যেন সকল কৃষকদে গ্রেইভস কোম্পানির উন্নত মেশিন প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বেনিফিসারীদের হাতে কৃষিজ যন্ত্রাংশ তুলে দেয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। রাজ্য সরকারের উদ্দ্যেশ্য ও এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন দক্ষিনজেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।