কোপা দেল রে শিরোপা বার্সার

khlখেলাধুলা ডেস্ক ।। লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে অ্যাতলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা জয় করল বার্সেলোনা।
ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ বল বাড়িয়ে দিলে একক দক্ষতায় চারজনকে কাটিয়ে বাঁ পায়ের দারুণ শটে দলের হয়ে লিড নেন মেসি। সেই সাথে পুরো ক্যাম্প ন্যু কেঁপে ওঠে সমর্থকদের গর্জনে।
বিলবাওয়ের জালে আক্রমণ করতে থাকা বার্সা ১৬ মিনিট পরেই লিড বাড়ায়। সম্মিলিত আক্রমণে ইভান রাকিটিচ থেকে বল পেয়ে ডানপ্রান্ত দিয়ে গোলবারের সামনেই পৌঁছে যান লুইস সুয়ারেজ। তবে শেষ মুহূর্তে একেবারে বাঁ দিকে থাকা নেইমারের দিকে বল বাড়িয়ে দিলে পায়ের আলতো টোকায় মৌসুমের ৩৮তম গোল পূর্ণ করেন ব্রাজিলিয়ান এ স্ট্রাইকার।
বিরতির আগে বার্সার আরো কয়েকটি আক্রমণ হলেও তা থেকে কোন গোল না হওয়া ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর আবারো সেই পুরনো রুপে বার্সা। দলের তিন সেরা স্ট্রাইকার সহ সব ফুটবলাররা ব্যস্ত রাখেন প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের। এরই সুবাদে ম্যাচের ৭৪ মিনিটে ডানপ্রান্ত দিয়ে সজোড়ে বল নিয়ে এগিয়ে যান আলভেজ। আর শেষ মুহূর্তে গোলবারের সামনে থাকা মেসির দিকে বল এগিয়ে দিলে তা থেকে গোল করতে ভুল করেন নি চারবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।
এ গোলটিই মূলত বার্সার জয় পুরোপুরি নিশ্চিত করে দেয়। তবে খেলার নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে ইবাই গোমেজের অ্যাসিস্ট থেকে গোলনাকি উইলিয়ামস বিলবাওয়ের হয়ে একটি গোল করলে শুধুমাত্র ব্যবধান কমাতে পারে দলটি।
খেল‍ার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে ‍শিরোপা উদযাপন করে বার্সা। এদিকে এ ম্যাচটি বার্সার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের শেষ ঘরোয়া ম্যাচ খেললো মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।
লা লিগার পর কোপা দেল রে জয়ে ট্রাবেল জয়ের পথে আরও একধাপ এগুল কাতালান শিবির। বাকি আছে শুধু ৬ জুন চ্যাম্প্যিয়ন্স লিগ ফাইনালে জুভেন্টাসের বাঁধা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*