আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি || ত্রিপুরা রাজ্যের বুকে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে “পিঠে পুলি উৎসব”। রাজধানীর রামনগর ৫-৬নং এলাকায় মুক্তি সংঘে তিন দিনব্যাপী এই মেলায় থাকছে রকমারি পিঠে পুলি সহ আরও বিভিন্ন ধরনের খাবারের স্টল। পাশাপাশি চলবে রাজ্যের বরেণ্য শিল্পীদের দ্বারা সজ্জিত সাংস্কৃতিক সন্ধ্যা, কবি সমাবেশ, ইনফ্লুয়েন্সার আড্ডা সহ আরও কতো কি।
আগামী ১৭ই, ১৮ই এবং ১৯শে জানুয়ারি রামনগর ৫-৬ মুক্তি সংঘ পুজো গ্রাউন্ডে আড্ডা, মিষ্টিমুখ আর সাংস্কৃতিক চর্চার মাধ্যমে চলবে “পিঠে পুলি উৎসব ২০২৫”।