বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ জানুয়ারি || আগামী ১৯, ২০ এবং ২১শে জানুয়ারী শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ীর পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে চলছে তিনদিনব্যাপী পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব ২০২৫। জোলাইবাড়ী বিভানসভা কেন্দ্রে পরিবর্তনের পর থেকে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে এই পিলাক মেলা সারা রাজ্যের মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে। এইবছরও কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা ছারা সুষ্ঠভাবে মেলা সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। বৃহস্পতিবার পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মেলার বিভিন্নদিকগুলো নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক আলোচনাসভা করা হয়। এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তিরবাজার মহকুমাশাসক কৃষ্ণ চন্দ্র গুপ্তা, জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টচার্য্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত, মেলাকমিটির সদস্য বিদ্যুৎ দত্ত সহ অন্যান্যরা। আলোচনা শেষে মেলার প্রস্তুতির বিভিন্ন দিকগুলি ঘুরে দেখলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মেলা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে মন্ত্রী জানান ১৯শে জানুয়ারী মেলার উদ্ভোধক হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌঁধুরী। মেলার দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন মন্ত্রী সুধাংশু দাস। মেলার তৃতীয় দিন উপস্থিত থাকবেন মন্ত্রী টিংকু রায়। স্থানীয় বিধায়ক হিসাবে মেলার তিনদিন মেলায় উপস্থিত থাকবেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এছাড়া উপস্থিত থাকবেন অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দরা। মেলায় সকল অংশের লোকজনের উপস্থিতি কামনা করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এইবারের মেলা সাংস্কৃতীক অনুষ্ঠানে সকলকে বিশেষ উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে যা আলোচনাক্রমে নির্ধারন করা হলে জানানো হবে বলে জানান মন্ত্রী।