আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি || পরিত্যক্ত বাড়িতে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব গকুলনগর ভূঁইয়ার মাথা এলাকায়। মৃত যুবকের নাম বাদল চন্দ্র সরকার (২৭)। পিতা মৃত ধীরেন্দ্র চন্দ্র সরকার। জানা যায়, তার বাড়ি পূর্ব গকুলনগর এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত যুবকটি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। তবে মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।