বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জানুয়ারি || সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিজেপি’র মন্ডল সভাপতি পরিবর্তন করা হয়েছে। জোলাইবাড়ী মন্ডলে বিজেপি’র মন্ডল সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে সুজিত দত্তকে। সুজিত দত্ত বিগতদিনে বামের বিরুদ্ধে একনিষ্ঠভাবে লড়াই করেছেন। বিজেপি সরকার গঠনে সুজিত দত্ত রাজ্যের বিভিন্নপ্রান্তে কাজ করে গেছেন। যোগ্যতার দিক দিয়ে দেখে সুজিত দত্তকে জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ডলের দায়িত্ব পেয়ে সুজিত দত্ত সংগঠনকে আরো শক্তিশালী করে গরে তুলতে কাজ করে যাচ্ছে। এরইমধ্যে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক বিকাশে কি কি কাজ করা যায় তা নিয়ে আলোচনার লক্ষ্যে শুক্রবার শান্তিরবাজার মহকুমার কর্মরত সাংবাদিকদের নিয়ে জোলাইবাড়ী পিলাক টুরিষ্ট লজে মতবিনিময় সভা করে। অনুষ্ঠান শুরুর পূর্বে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মন্ডল সভাপতি সুজিত দত্ত। পরবর্তী সময় কিভাবে আগামীদিনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন করা যাবে ও সকলের সার্বিক বিকাশে কিভাবে কাজ করে যায় তা নিয়ে আলোচনা করা হয়।