গোপাল সিং, খোয়াই, ১৭ জানুয়ারি || খোয়াই পুর পরিষদের উদ্যোগে এবং ট্রেডা’র সহযোগিতায় খোয়াইয়ের তিনটি তিন-রাস্তার মোড়ে বসতে চলছে হাই-পাওয়ার সোলার লাইট। এই লক্ষ্যে শুক্রবার খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা সহ ট্রেডা’র ইঞ্জিনিয়ার ও আধিকারিকগণ এই তিনটি স্থান পরিদর্শন করেন। এদিনের পরিদর্শন চলাকালীন সময়ে মিডিয়ার মুখোমুখি হয়ে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা জানান যে, খোয়াই সুভাষপার্কস্থিত স্বামী বিবেকানন্দের মুর্তির উপর, খোয়াই অফিসটিলা যাবার পথে ডিভাইডারে তিন রাস্তার মুখ এবং খোয়াই টিকেডিকে রোডে তিন রাস্তার মুখে মোট তিনটি হাই-পাওয়ার সোলার লাইট বসানোর কাজ আগামী ২-৩ দিনের মধ্যে শুরু হবে। আগামী ১ মাসের মধ্যে এই সোলার লাইট স্থাপন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও খোয়াইয়ের সার্বিক উন্নয়নে যদি আম জনতার কোনো অভিমত থাকে তবে সেটা খোয়াই পুর পরিষদকে জানানোর জন্যও তিনি আহ্বান জানান।