জাতীয় ডেস্ক ।। ছোট পরিবার কৃষ্ণা প্রসাদের। মাস শেষে তাঁর নামে বিদ্যুৎ বিল এসেছে ৫৫ কোটি টাকা। এ নিয়ে জ্ঞান হারিয়েছেন কৃষ্ণা প্রসাদের মা।
জানা গেছে, রাঁচিতে ৫৫ কোটি টাকার বিদ্যুতের বিল আসায়, তা দেখে ৫৫ বছরের মা জ্ঞান হারিয়েছেন। নিতে হয়েছে ডাক্তারের কাছেও।
এই বিলের জন্যে ঝাড়খণ্ড বিদ্যুৎ পর্ষদের ওপর মারাত্মক চোটেছেন কৃষ্ণা প্রসাদ এবং তাঁর পরিবারের লোকজন।
রাঁচির কদ্রু এলাকায় দুই রমের ফ্ল্যাটে কৃষ্ণা প্রসাদের পরিবারের পাঁচ সদস্যের বাস। এই মারাত্মক গরমে কৃষ্ণা প্রসাদের পরিবার শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রও ব্যবহার করেননি। এছাড়া প্রতিদিন নিয়ম মতো সাত থেকে আট ঘন্টা বিদ্যুৎও থাকে না ওই এলাকায়। এইপরও ৫৫ কোটি টাকার বিদ্যুৎ বিল এসেছে কৃষ্ণা প্রসাদের নামে।
এই ঘটনায় ঝাড়খণ্ড বিদ্যুৎ কতৃপক্ষ জানায়, এই সংক্রান্ত একটি অভিযোগ তাঁদের কাছে এসেছে। এ বিষয় তাঁরা দুজন কর্মীকে সাসপেন্ডও করেছেন। বিলটা মূলত টাইপের ভুলে হয়েছে।
বিদ্যুৎ কতৃপক্ষ আরো বলছে, সম্প্রতি বিদ্যুৎ বিল তৈরি করার কাজটা ঝাড়খণ্ড বিদ্যুৎ পর্ষদ একটি বেসরকারি সংস্থাকে দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।