পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার নাম নথিভুক্ত করনের শিবির অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি || শুক্রবার রাজধানীর তালতলা কালী মন্দিরের পাশে অবস্থিত বড়দোয়ালি বিদ্যুৎ বিভাগে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার নাম নথিভুক্ত করনের বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টায় এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধায়ক মিনা রাণী সরকার এবং অন্তরা সরকার, আগরতলা পুর নিগমের ৩৯নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, আগরতলা পুর নিগমের ৪০নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার, রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় নাম নথিভুক্ত করনের বিশেষ শিবিরে বড়দোয়ালী বিদ্যুৎ বিভাগে সাধারণ জনগণের মধ্যে দারুণ সাড়ায় আমি অভিভূত। তিনি বলেন, সাধারন মানুষ এখন বুঝতে পারছেন এই যোজনায় সোলারের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিলকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসা যায়। আগামী দিনে রাজ্যের অন্যান্য জায়গায়ও সাধারণ মানুষ এই যোজনায় নাম নথিভুক্ত করে এবং প্রকল্পের একজন বেনিফিশিয়ারি হয়ে বিদ্যুৎ বিলকে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*