বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জানুয়ারি || আগামী ৫ই ফেব্রুয়ারী শান্তিরবাজার ডিগ্রী কলেজে মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিন জেলাভিত্তিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিশেষ মোহড়া। এই মোহড়াকে সাফল্যমন্ডীত করতে বৃহস্পতীবার শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ে সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা। আলোচনাসভার মাধ্যমে আগামী ৫ই ফেব্রুয়ারী প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মোহড়াকে কিভাবে সাফল্যমন্ডীত করা যায় এবং কোন কোন লাইন ডিপার্টমেন্টের কি কি ভূমিকা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এদিন আলোচনায় জানা যায়, শুধুমাত্র ভূমিকম্পের উপর এই মোহড়া অনুষ্ঠিত হয়। লোকমনে একটি প্রশ্ন প্রাকৃতিক দুর্যোগ কি শুধুমাত্র ভূমিকম্পের মাধ্যমে হয়ে থাকে? গত আগষ্ট মাসে বন্যার মাধ্যমে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে তা এখনো লোকজনেরা ভুলতে পারেনি। তাই সকলে চাইছে ভূমিকম্পের পাশাপাশি বন্যায় কিভাবে নিজেদের এবং গৃহপালিত পশুপাখিদের সুরক্ষিত রাখতে পারবে তা নিয়ে মোহড়া করা প্রয়োজন। এখন দেখার বিষয় এই বিষয়ে মহকুমাশাসক মনোজ কুমার সাহা কোনোপ্রকার পদক্ষেপ গ্রহণ করেন কিনা।
