সুব্রত দাস, গন্ডাছড়া, ০১ ফেব্রুয়ারী || রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ধলাই জেলার গন্ডাছড়া কৃষি মহকুমা আধিকারিকের উদ্যোগে শুক্রবার রইস্যাবাড়ী সেক্টরের মান্যকুমার পাড়া এস বি স্কুল মাঠে রাইমা এবং বোয়ালখালী এডিসি ভিলেজের সুবিধাভোগীদের নিয়ে সীড মানি চেক বিতরণ এবং ওয়াটার শেড যাত্রা প্রকল্প নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ইএম ভবরঞ্জন রিয়াং, মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাইমাভ্যালির বিধায়িকা নন্দিতা দেব্বর্মা রিয়াং, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইএম রাজেশ ত্রিপুরা। উপস্থিত ছিলেন রইস্যাবাড়ী ব্লকের বিডিও সুরজিৎ রিয়াং এবং মহকুমা কৃষি আধিকারিক চন্দ্রকুমার রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গন্ডাছড়া এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নকুলজয় ত্রিপুরা।
অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের মঞ্চে রিষা এবং ফুলের তোরা দিয়ে বরণ করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক সহ অতিথিরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। একে একে অনুষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ মুহূর্তে রাইমা এবং বোয়ালখালী এডিসি ভিলেজের আঠারোটি সেল্ফ হেল্প গ্রুপের হাতে প্রতি গ্রুপে ত্রিশ হাজার টাকা করে ব্যাংক চেক তুলে দেন অতিথিরা। তাছাড়াও ওই দুইটি ভিলেজের কৃষক ও জুমিয়াদের হাতে নানা কৃষি সরঞ্জাম তুলে দেওয়া হয়।