সুব্রত দাস, গন্ডাছড়া, ০১ ফেব্রুয়ারী || অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় অল্পেতে রক্ষা পেলো মাতা বিপদনাশিনীর পূজা মণ্ডপ সহ একটি গ্রাম। ঘটনার বিবরণে জানা যায়, গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অধীন পশ্চিম গন্ডাছড়া এডিসি ভিলেজের ষাটকার্ড গ্রামের মহিলারা সম্মিলিত শনিবার পুরাতন টাউন হলের সামনে শ্রী শ্রী মাতা বিপদতারিণীর পূজা করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার উক্ত স্থানে পুজোর প্যান্ডেল নির্মাণ করে এবং মায়ের মূর্তি বসিয়ে পূজার্চনাও শুরু করছিলেন। অপরদিকে উপস্থিত ভক্তদের জন্য প্যান্ডেলের পাশে গ্যাস চুল্লিতে রান্না হচ্ছিলো মহাপ্রসাদ।
পূজাও প্রায় যখন শেষের পথে তখন বেলা আনুমানিক চারটার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন ধরে যায়। এই দৃশ্য দেখে যে যেদিকে পারে ভয়ে দৌঁড়াতে থাকে। আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। সংবাদ যায় অগ্নি নির্বাপক দপ্তরে। সংবাদ পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। চরম সাহসিকতার সঙ্গে আগুনে গ্রাস করা দুইটি গ্যাস সিলিন্ডারকে পাশের একটি পুকুরে ফেলে দিতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। সময়মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছুতে না পারলে বড় কোন ঘটনাই ঘটে যেতে পারতো।