আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ ফেব্রুয়ারী || আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষ্যে ‘ত্রিপুরায় সমবায়ের প্রচার ও উত্থান’ শীর্ষক রাজ্যভিত্তিক কনফারেন্স শুরু হয় মঙ্গলবার। ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া (NCUI), রাজ্য সমবায় দপ্তর ও সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই কনফারেন্সের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন এই কার্যক্রমের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সমবায় থেকে সমৃদ্ধির মন্ত্র নিয়ে এই ক্ষেত্রকে আরো সুদৃঢ় ও উন্নত করা এবং সমবায়ের মাধ্যমে কৃষি ও অন্যান্য পণ্যের বাণিজ্যিকরন দ্বারা কৃষকদের আয় দ্বিগুন করা তথা গ্রামীণ অর্থনীতিকে সবল করে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে রাজ্য সরকার।