গোপাল সিং, খোয়াই, ৩১ মে ।। শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ খোয়াই থানার দুজন পুলিশ কর্মী, তিনজন টিএসআর জওয়ান সহ চালক দূর্ঘটাগ্রস্থ হয়। খোয়াই তাঁত চৌমূহনী এলাকায় একটি TR06-0390 নম্বরের একটি মারুতির গাড়ীর ধাক্কায় খোয়াই থানার গাড়ীটি রাস্তা সংলগ্ন জলাশয়ে উল্টে যায়। দুই গাড়ীর মধ্যে সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে, খোয়াই থানার গাড়ীটি সম্পূর্ন দুমড়ে-মুচড়ে যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই ভয়াবহ এই দূর্ঘটনায় প্রাণ রক্ষা হয় গাড়ীতে থাকা ৬ জনেরই। অল্প-বিস্তর আঘাত পেয়েছেন সবাই। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাদের সবাইকেই ছেড়ে দেওয়া হয়। কারোর মুখে, চোখে, হাতে এবং শরীরের বিভিন্ন অংশে সামান্য ক্ষত রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গাড়ীই উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের গাড়ীটি সম্পূর্ন দুমড়ে-মুচড়ে গেছে। প্রত্যক্ষদর্শী এবং আহত পুলিশ ও টিএসআর জওয়ান থেকে জানা যায় মারুতি গাড়ীটি অধিক গতিতে থাকার ফলেই বাধে বিপত্তি। তবে গাড়ীর যে হাল হয়েছে, তাতে সকলেরই অক্ষত থাকাকে মিরাকেল বলেই মনে করছেন খোয়াইবাসী।