আগরতলা, ৩১ মে ।। আগরতলা থেকে বাসে চেপে ঢাকা হয়ে কোলকাতা পাড়ি দেয়ার প্রথম ধাপে সোমবার এই পথে বাসে ট্রায়াল রান হতে যাচ্ছে। ত্রিপুরাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হওয়ার পথে, আগরতলা থেকে বাসে চেপে ঢাকা হয়ে কোলকাতা পাড়ি। ট্রায়াল রানের প্রথম ধাপে এই বাস পরবর্তীতে কোলকাতার উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে ৩ জুন। আগামী ৬ জুন বাংলাদেশের উপর দিয়ে কোলকাতা–আগরতলা বাস চলাচলের সূচনা হতে চলেছে। আকাশ পথে যাত্রা দিনে দিনে কঠিন হয়ে দাঁড়াচ্ছে যাত্রী সাধারনের জন্য, সেই ক্ষেত্রে আগরতলা থেকে কোলকাতা যাত্রায় বহু মানুষ সড়ক পথই বেছে নেবেন সন্দেহ নেই।